Purba Medinipur: মায়ের মৃত্যুতে দিশেহারা যুবক, রেল লাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা

Bangla Digital Desk | News18 Bangla | 10:43:18 AM IST Jan 17, 2022

দীঘা: মাতৃভক্ত ছেলে। রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা। আত্মহত্যা করে মায়ের কাছে যাওয়ার জন্য রেল লাইনে গলা পেতে শুয়ে ছিল। মায়ের মৃত্যু হয়েছে ১৫ দিন হল। মায়ের শ্রাদ্ধ শান্তি সেরেছে ছেলে। কিন্তু মায়ের শোকে দিশেহারা হয়ে পড়ে এই যুবক। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে দৌড়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দীঘা গামী এক্সপ্রেস ট্রেন এসে পড়তো। গ্রামবাসী ও রেল পুলিশ উদ্ধার করে যুবককে। উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীঘা বাইপাস রেল ক্রসিং এর কাছে এই ঘটনাটি ঘটেছে। ওই যুবক রেললাইনে পাতের উপর মাথা রেখে শুয়ে ছিল। বাড়িতে খবর পাঠানো হয়। যুবকের মা পার্বতী দেবী মারা গেছেন, কাল মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হয়। তারই শোকে আত্মহত্যা করতে এসেছিল ওই যুবক। ওই যুবকের নাম বন্ধন পট্টনায়ক। তবে মায়ের মৃত্যুর পর মানসিকভাবে যুবক যথেষ্টই বিধ্বস্ত এমনটাই চিকিৎসকেরা জানাচ্ছেন।

লেটেস্ট ভিডিও