Purba Medinipur: স্কুলের সামনে থেকে রক্তাক্ত মৃতদেহ সহ একটি বন্দুক উদ্ধার

Bangla Digital Desk | News18 Bangla | 04:22:08 PM IST Dec 08, 2021

পূর্ব মেদিনীপুরঃ এবার শুট আউটের ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। বুধবার সকালে পটাশপুর থানার অন্তর্গত বিশ্বনাথপুর গ্রামের গার্লস স্কুলের কাছ থেকে একটি রক্তাক্ত মৃতদেহ সহ বন্দুক উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে স্থানীয়রা স্কুলের সামনে স্থানীয় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং কিছুটা দূরে একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখে। স্থানীয়রাই পটাশপুর থানায় খবর দেয়। পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ও বন্দুক উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায় মৃত ব্যক্তির নাম বাপি নায়েক। বয়স ৩০ বছর, পেশায় ইঞ্জিন রিক্সা চালক। মৃতের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। মৃত বাপি নায়ক এলাকার ভালো ছেলে বলে পরিচিত ছিল। পটাশপুর এই এলাকা পশ্চিম মেদিনীপুর লাগোয়া হওয়ায় বেশ কিছুদিন ধরে চুরি-ছিনতাইসহ নানান দুষ্কৃতী কার্যকলাপ লেগেই আছে। স্থানীয়দের ধারণা মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় এরকমই এক দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়ে মৃত বাপি নায়েক। দুস্কৃতির হাতেই খুন বলে অনুমান স্থানীয়দের। উল্লেখ্য মঙ্গলবার রাতে গুলির আওয়াজ পায় স্থানীয় বাসিন্দারা। তবে তা বাজি ফাটানো আওয়াজ ভেবে শীতের রাতে কেউই আর বাড়ি থেকে বের হইনি। এভাবে এদিন মৃতদেহ বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের কারণ সম্পর্কে পটাশপুর থানার পুলিশ রয়েছে ধোঁয়াশায়।

লেটেস্ট ভিডিও