East Bardhaman- করোনা আক্রান্ত স্কুলের দুই শিক্ষক, বন্ধ করা হল স্কুলের দরজা

Bangla Digital Desk | News18 Bangla | 12:02:49 PM IST Dec 01, 2021

#পূর্ব বর্ধমান- করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খোলার কয়েকদিন যেতে না যেতেই করোনা আক্রান্ত শিক্ষক। বেশ কয়েকজন শিক্ষকের রয়েছে জ্বর।

আপাতত বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। চলছে স্কুল চত্বরে স্যানিটাইজেশনের কাজ। উদ্বেগে স্কুলে পড়া পড়ুয়া থেকে শুরু করে স্কুলে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা। পুরো বিষয়টি ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্কুলেরই এক অশিক্ষক কর্মী।

লেটেস্ট ভিডিও