Rash Yatra: রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছে পটাশপুর, শুরু হয়েছে বিখ্যাত পঁচেট গড়ের রাস উৎসব

Bangla Digital Desk | News18 Bangla | 01:53:58 PM IST Nov 19, 2021

রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছে পটাশপুর,শুরু হয়েছে বিখ্যাত পঁচেট গড়ের রাস উৎসব। প্রায় ৫০০ বছরের পুরানো পঁচেটগড় রাজবাড়ির ঐতিহ্যবাহি এই রাস উৎসব। ইতিহাস বলছে, একসময় ঐ রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোন অংশে কম ছিল না। পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের উৎসব। এই উৎসব ধর্ম সংস্কৃতি ও সামাজিক ঐক্যের এক অপার মিলন ক্ষেত্র। প্রতিবছর এই উৎসব উপলক্ষে মেলায় শুধু জেলা নয় জেলা ছাড়িয়ে পাশ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান। রাস উৎসবে প্রতি সন্ধ্যায় কিশোর রাই সহ কুড়িজন মহাপ্রভু বিগ্রহ মঞ্চে থাকেন। তবে রাতে ফের মূল মন্দিরে ফিরে আসেন কিশোর রাই। ২৩ নভেম্বরে দধি উৎসবের দিন প্রতিবারের মতোই ভোর থেকে রাত এগারোটা পর্যন্ত রাস মঞ্চে থাকবেন কিশোররাই জিউ।

লেটেস্ট ভিডিও