East Bardhaman-জেলায় চুরির পরিমাণ কমাতে নাকা চেকিং পূর্ব বর্ধমানে

Bangla Digital Desk | News18 Bangla | 04:05:11 PM IST Nov 29, 2021

#পূর্ব বর্ধমান- সম্প্রতি চুরি-ডাকাতি সংখ্যা বেড়েছে পূর্ব বর্ধমানে। তাই বিশেষভাবে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। নাকা চেকিং চলছে জেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে। একইভাবে পুলিশ লাইনে চলছে নাকা চেকিং। উপযুক্ত প্রমানপত্র না দেখালে, ছাড়া হচ্ছে না কোনও গাড়িকেই।এই নাকা চেকিং এই আটক করা হল ছয় জনকে।

লেটেস্ট ভিডিও