Purba Bardhaman: একসঙ্গে ১০১ জন পাত্রপাত্রীর বিবাহ পূর্ব বর্ধমানে 

Bangla Digital Desk | News18 Bangla | 10:00:47 AM IST Dec 01, 2021

পূর্ব বর্ধমানঃ গণবিবাহ হল বর্ধমানের কঙ্কালেশ্বরী কালিমন্দির প্রাঙ্গনে। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ১০১ জোড়া পাত্রপাত্রী। এই গণবিবাহের আয়োজন করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । কাউন্সিলর থাকাকালীন তিনি শুরু করেন গণবিবাহ। যা আজও অর্থাৎ বিধায়ক হয়েও চালিয়ে যাচ্ছেন। এবছর অষ্টমবর্ষে পা দিল এই গণবিবাহ। এদের মধ্যে ১৫ জন মুসলিম এক জন খ্রিস্টান। বাকিরা সবাই হিন্দু ছিলেন। নিজের নিজের ধর্মের নিয়ম মেনেই বিয়ে হল সকলের। এদিনের বিয়ের আসরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়, দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। ছিলেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা পুলিশসুপার কামনাশীষ সেন।

লেটেস্ট ভিডিও