East Bardhaman News- সততার নজির, কুড়িয়ে পাওয়া ব্যাগ থানায় জমা দিলেন সিভিক ভলেন্টিয়ার

Bangla Digital Desk | News18 Bangla | 05:16:26 PM IST Jan 08, 2022

#পূর্ব বর্ধমান- ভাতার বাজার এলাকার রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন মুনসুর গ্রামের কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। এরপর দেওয়ান বাহার উদ্দিন আহমেদ ওই ব্যাগ টিকে তড়িঘড়ি ভাতার থানায় পৌঁছে দেন। ওই ব্যাগে থাকা ভোটার কার্ড ও আধার কার্ড দেখে তার পরিচয় জানতে পারে ভাতার থানার পুলিশ। খবর পেয়ে থানায় এসে ব্যগটি নিয়ে যান মালিক।  ভাতার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মোহুরা বিবি নামে ওই মহিলা। ওই মহিলার বাড়ি বালসিডাঙ্গা গ্রামে।

লেটেস্ট ভিডিও