Chhat Puja: জেলার একাধিক ঘাট পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা, ছট পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথাও বললেন তাঁরা

Bangla Digital Desk | News18 Bangla | 02:15:45 PM IST Nov 10, 2021

সদরঘাট ছাড়াও বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বাঁকা নদীর ধারে ঘাট পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ছট পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন প্রশাসনিক আধিকারিকরা। আলমগঞ্জ কল্পতরু মাঠ, আলমগঞ্জ কারবালা ঘাট, রাধানগর পাড়া বাকার ঘাট, বাবুরবাগ ঘাট, এবং লোকো আমবাগান এইরকম বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করে দেখা হল এদিন।

লেটেস্ট ভিডিও