#সোনারপুর: জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল। এর মাঝেই মাটি ও ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সোনারপুর বোস পুকুর কলেজ এলাকার এক কিশোর। নাম জয়মাল্য মন্ডল। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণির ছাত্র সে। দুই ভাই বনের মধ্যে ছোট জয়মাল্য। ছোট থেকেই নার্ভের একটু সমস্যা রয়েছে তার। কিন্তু সেসব বাধাকে উপেক্ষা করেই ছবি আঁকা ও মাটির কাজে নিজেকে ব্যস্ত রাখে। আসলে শিল্প কর্মের মাধ্যমেই সে খুঁজে পায় আনাবিল আনন্দ আর বেঁচে থাকার রসদ।
গত বছর 'চিন্ময়ী মায়ে'র মৃন্ময়ী মূর্তি বানিয়ে এলাকাবাসীর প্রশংসা পেয়েছিল সে। সেবার পাড়ার প্যান্ডেলে বড় প্রতিমার পাশেই জায়গা করে নিয়েছিল খুদে শিল্পি সৌমাল্যর তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা। তারপর থেকে স্থানীয়দের কাছেই প্রতিমা বানানোর উৎসাহও পায় সে। ঠিক করে এ বছরও দুর্গা প্রতিমা বানাবে। শুধু দুর্গাই নয়, একই সাথে থাকবে লক্ষী, সরস্বতী, কার্তিক ও গণেশ। সেই মত মাটি দিয়ে প্রতিমা তৈরি শুরু করে সে। ফেলে দেওয়া থার্মোকল দিয়ে তৈরি হয় দেবদেবীদের গহনা। মাটি দিয়ে এক কাঠামোর উপর মাটির অবয়ব তৈরি হওয়ার পর আস্তে আস্তে নিজে হাতেই রঙ দিয়ে সাজিয়েছে, পরিয়েছে নানান রকমের অলংকারও। জয়মাল্য চাইছে এ বছর আগেই প্রতিমা তৈরি শেষ করতে। এই কাজে পরিবারের লোকজন প্রতিনিয়ত তাকে সহযোগিতাও করেন।