দিনভর টোটোয় চেপে ঘুরলো রামপুরহাটের একটি হনুমান। রামপুরহাট ছ'ফুকোর মাছ বাজারের কাছে এদিন সকালে একটি টোটোতে চেপে পড়ে। তারপর সে টোটো থেকে নামার কোন নামগন্ধই নেই তার। কলা দিলে দু'এক কামড় দিয়ে ফেলে দিচ্ছে। টোটো চালক ভাবেন হনুমানটি হয়তো টোটোয় চেপে ঘুরতে চাইছে। সেইমতো তাকে শহরের বিভিন্ন জায়গা ঘোরানোর পরেও নামতে চায়নি।
সারমেয়র শ্রাদ্ধানুষ্ঠানে পাত পেড়ে ভোজ চিনপাইয়ে
বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামে গত নয় বছর আগে অনেকগুলি পথ কুকুরের তাড়া খেয়ে চিনপাই তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে এসে আশ্রয় নেয় একটি সারমেয়।তারপর থেকেই সে ওখানেই বড় হয়ে ওঠে। সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিল। ভালোবেসে তার নাম রাখা হয়েছিল 'টমি'। সম্প্রতি গত রবিবার হঠাৎ 'টমি' তৃণমূল পার্টি অফিসের লরি চাপা পড়ে যায়। এই ঘটনার তিনদিন পর 'টমি'র স্মৃতির উদ্দেশ্যে একটি ভোজের আয়োজন করা হয়। তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের সহযোগিতায় চাঁদা তুলে ভোজ কাজের আয়োজন করা হয়। স্থানীয় ঘোষ পাড়ার কয়েকটি পরিবার, দলীয় কর্মী, চিনপাই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট অতিথিরাও নিমন্ত্রিত ছিলেন। মেনুতে ছিল আলু ভাজা, আলুপোস্ত, মাংস ও চাটনি। পাত পেড়ে ভোজ খেলেন পঞ্চাশ জন।
বিশ্ব চিকিৎসক দিবস পালিত হল দুবরাজপুরে
চিকিৎসক দিবস উপলক্ষে এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বহু চিকিৎসকের করোনাকালে মারা গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এদিন চিকিৎসকদের উত্তরীয়, ফুলের তোড়া, মিষ্টি একটি করে প্রদীপ দেওয়া হয়। চিকিৎসকদের প্রদীপ দেওয়ার উদ্দেশ্য একটাই কারণ প্রদীপ সকলের জীবনকে আলোকিত করে তোলে।