৩৩০ কেজি মাদকসহ গ্রেফতার লরির চালক ও খালাসী

Bangla Editor | News18 Bangla | 09:15:25 AM IST Aug 11, 2021

বেলঘড়িয়া, উত্তর ২৪ পরগনা : এদিন বেলঘড়িয়া থানা একটি সূত্র মারফত খবর পায় একটি লরি করে প্রচুর মাদকসহ কলকাতার দিকে আহত হয়েছে। সেই খবরের পরিপ্রেক্ষিতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে রাজীব নগরে সেই লরিটিকে আটকায়। গাড়িটির মধ্যে ৩৩০ কেজি মাদক উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজন একজন ত্রিপুরার ধরমবীর সিং ও একজন মনিপুরের বাসিন্দা সুরেন্দ্রর সিং। এই মাদক দ্রব্য গুলো মনিপুরের উখ্রুল বলে একটি জায়গা থেকে তোলা হয়েছিল এবং এটা কলকাতার আশেপাশে ডেলিভারি করার জন্য নিয়ে আসা হচ্ছিল। লরিটি এয়ারপোর্টের দিক থেকে আসছিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে। এদের কাছ থেকে নগদ ৫৯,০০০ টাকা পাওয়া গেছে। মাদকের আনুমানিক মূল্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। খড়দহ, উত্তর ২৪ পরগনা : খড়দহে শ্যামসুন্দর ফেরিঘাটে মূর্তিতে মাল্যদান করতে আসেন বিজেপি নেতা সায়ন্তন বসু, কিন্তু মাল্যদানের আগেই তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।সায়ন্তন কে দেখানো হয় কালো পতাকা। জোর করে মাল্যদান করতে গেলে মালা ছিড়ে ফেলে দেয় তৃণমূল সমর্থকরা। এর পরে সায়ন্তন বসু মালা না দিয়েই এলাকা ছেড়ে চলে যান।এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

লেটেস্ট ভিডিও