West Bengal News: প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সহ নগদ ৩০ হাজার টাকা চুরি বামুনগাছির একটি সোনার দোকানে, চাঞ্চল্য এলাকায়

Bangla Digital Desk | News18 Bangla | 01:34:24 PM IST Nov 10, 2021

উত্তর ২৪ পরগনা : বামনগাছি ফুলতলা এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। অভিযোগ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সোনা চুরি যায়। দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হয়। এলাকায় নাইট গার্ড এবং পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও এই ধরনের চুরি,ডাকাতি কিভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয় ব্যবসায়ীরা। সোনার দোকানে কলাপসিবল গেট ও সাটারের তালা ভেঙে দোকানে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিরা। দোকানে যত সোনার অলঙ্কার ছিল,সব সোনা নেয় এবং নগদ ৩০ হাজার টাকা ছিলে তাও নেয়। কিন্তু রুপোর কোন অলঙ্কার হাত দেয় না দুষ্কৃতিরা। সকালে দোকানে এসে দোকান মালিক দেখে এই অবস্থা,এর আগেও এমন ঘটনা ঘটেছে,সেই চুরির CCTV ফুটেজ পুলিশকে দেওয়া হলেও এখনও পর্যন্ত কোন সুরাহা মেলেনি। এলাকায় মদ,জুয়া হেরোইনে আড্ডা চলে বলে অভিযোগ,পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক নজর দিত তাহলে এইধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ হত বলে স্থানীয়রা অভিযোগ করে। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী যথেষ্ট আতঙ্কে রয়েছে।

লেটেস্ট ভিডিও