অশোকনগর ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে বন দফতরের হাতে উদ্ধার হল সাপ, চাঞ্চল্য এলাকায়

Bangla Digital Desk | News18 Bangla | 04:55:19 PM IST Oct 28, 2021

অশোকনগর, উত্তর ২৪ পরগনা : অশোকনগর ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির থেকে উদ্ধার হল সাপ। জনবসতিপূর্ণ এলাকায় ঘরে সাপ ঢুকে যাওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় বনদপ্তর এ অবশেষে বনদপ্তর আধিকারিকরা এসে প্রায় সাত ফুটের দাঁড়াশ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর এলাকার সাধন সমাদ্দারের বাড়িতে চালের উপর সাপটিকে দেখেন পান বাড়ির লোকেরা। তবে বনদপ্তর এর তরফ থেকে বার্তা দেওয়া হয়, এই সাপ বিষধর নয় ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই । সাপটি উদ্ধার করে বনদপ্তর আধিকারিকরা যান। বারাসত, উত্তর ২৪ পরগনা : বারাসত DPSC দপ্তরের সামনে উত্তেজনা। দপ্তরের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল বিক্ষোভকারীরা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বারাসত DPSC দপ্তরের সামনে বিক্ষোভরত ২০১৪ টেট উর্ত্তীন্ন চাকরি পার্থীরা দপ্তরে ভিতরে প্রবেশ করলে বাধা দেওয়া হয়,অবশেষে বাইরে থেকে DPSC দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় বিক্ষোভকারীরা।সকাল থেকেই চাকরির দাবিতে ২০১৪ টেট উর্ত্তীন্ন d.el.ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে, পরবর্তীতে দপ্তর এর ভিতর প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয়া হয়। এর পরেই দপ্তরের বাইরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।পরবর্তী বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে আসে,বিক্ষোভকারীদের হটিয়ে DPSC দপ্তরে গেটে লাগানো তালা খোলে,এবং বিক্ষোভে অংশনেওয়া সকল চাকরিপ্রার্থীদের আটক করে নিয়্র যায়।

লেটেস্ট ভিডিও