Rash Yatra: ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের নতুন কমিটি ঘোষণা ও রাস উৎসব পালন

Bangla Digital Desk | News18 Bangla | 08:04:32 PM IST Nov 19, 2021

ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা : ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের নতুন কমিটি ঘোষণা। সঙ্গে থাকছে ডাক্তার সেল ও যুব কমিটি। মতুয়া মহাসঙ্ঘের ৩৫ তম বার্ষিক সম্মেলন ও রাস উৎসব উপলক্ষে ধর্ম সম্মেলন চলছে উত্তর ২8 পরগনার জেলার গাইঘাটা থানার অন্তগর্ত ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। ধর্ম সম্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা দলে দলে ঠাকুর বাড়িতে আসেন। আজ ৫১ জনের মূল কমিটি ঘোষণা করেছে মতুয়া মহাসংঘ। যে কমিটি আগামী দিনে মতুয়া ধর্ম প্রচার এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ছড়িয়ে দেবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। মূল কমিটির পাশাপাশি আরও দুটি কমিটি ঘোষণা করেছে মতুয়া মহাসংঘ। একটি যুব কমিটি আরেকটি মতুয়া মহাসঙ্ঘের ডাক্তার সেল। ১৮ জনের ডাক্তার সেল কমিটি আগামী দিনে যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দেবে এই কমিটি। ডাক্তার সেল কমিটির মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা। মমতা ঠাকুরের পাশাপাশি শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরে নেতৃত্বে আলাদা মতুয়া সন্মেলন করছে। এক দিকে মমতা ঠাকুরের নেতৃত্বেই আলাদা ভাবে মতুয়া সন্মেলনের আয়োজন করেছে। অন্যদিকে মমতা বালা ঠাকুর আলাদাভাবে মতুয়া সম্মেলন করছেন। কয়েক হাজার মতুয়া সাধু ভক্তরা সবাই দললে দলে ডাঙ্কা বাজিয়ে ঠাকুর বাড়ির দুই দিকের মঞ্চে কাতারে কাতারে ভক্ত সাধুরা আসেন। বারাসত, উত্তর ২৪ পরগনা : বারাসত BSNL অফিসে নিরাপত্তা বিক্ষোভ। ১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ বারাসত সহ পাঁচটি ডিভিশন যৌথভাবে। তাদের দাবি দীর্ঘ ১৯ মাসের বেতন দেওয়া হয়নি,দীর্ঘদিন ধরেই অর্থাৎ ২০১৮ সালের অক্টোবর মাস থেকে বিএস এন এল এর নিরাপত্তা রক্ষীদের বেতন অনিয়মিত হওয়ায়,২০২১ সালের নভেম্বর মাসে গিয়ে ১৯ মাসের বেতন বকেয়া হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ এখন অবৈধ টেন্ডার ডেকে নিরাপত্তা কর্মীদের হটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে,তার বিরুদ্ধে বারাসত,ভাটপাড়া,ব্যারাকপুর,কল্যাণী ও পানিহাটি এই পাঁচটি ডিভিশন মিলে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বারাসত টেলিফোন এক্সেঞ্জের গেটের সামনে। এরপরেও যদি সুবিচার না পাওয়া যায় তাহকে দপ্তরে মেন গেট আটকে আমরন অনশনে যেতে বাধ্য হবে বলে জানায় বিক্ষোভকারীরা।

লেটেস্ট ভিডিও