Bangla video: লোকাল ট্রেন চালু হতেই বারাসত স্টেশনে নানা অভিযোগ যাত্রীদের

Bangla Digital Desk | News18 Bangla | 05:18:06 PM IST Nov 02, 2021

বারাসত, উত্তর ২৪ পরগনা : ১ নভেম্বর সব লোকাল ট্রেন চালু হতেই বারাসত স্টেশনে লোকাল ট্রেন অপরিচ্ছন্নের অভিযোগ যাত্রীদের মধ্যে।বারাসত থেকে স্পেশাল টেন,প্ল্যাটফর্মে আসতে যাত্রীরা ট্রেনে উঠে সিট ফাকা থাকলেও সেখানে বসার উপায় নেই। কারণ বসার সিট গুলিতে প্রচন্ড নোংরা,সিট ভর্তি ধুলো। যাত্রীরা নিজেরাই পরিস্কার করতে উদ্যোগ নিলো। নিজেরাই কাগজ দিয়ে সিট মুছে বসার উপযোগী করে তোলে,সিট গুলি দেখে মনে হচ্ছে ট্রেনটি দীর্ঘদিন কোথাও পরেছিল,যা রক্ষণাবেক্ষণ করা হয়নি,অপরিস্কার ট্রেন চালু করে দেওয়া হল।ট্রেনে যাত্রীদের জন্য যা কোভিড বিধিনিষেধ আছে তা সকল যাত্রী মানতে রাজি,কিন্তু ট্রেনের ভিতরের অপরিস্কার অবস্থা দেখে অধিকাংশ যাত্রীরা প্রশ্ন তুলছে,যে ট্রেন স্যানিটাইজ করে চালু করার কথা ছিলে,সেখানে এইভাবে একটা অপরিচ্ছন্ন ট্রেন কিভাবে কোভিড পরিস্থিতির মধ্যে চালু করা হল? দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা : দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চালতাবেরিয়ায় এক বাড়িতে বোমাবাজির ঘটনায় ৩৫ নং জাতীয় সড়ক অবরোধ। কে বা কারা এই বোম মারে তার সঠিক প্রমাণ না পাওয়া গেলেও,কিন্তু তারই প্রতিবাদে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং প্রতিবাদ দেখায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুর থানা পুলিশ। প্রায় আধঘন্টা ধরে চলে এই অবরোধ। রাস্তায় গাছের গুড়ি ফেলে এই অবরোধ চলে। পুলিশ এসে তাদের আশ্বাস দেয়,এই ঘটনায় যার জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,তারপরেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। কিন্তু অবরোধকারীদের দাবি এলাকায় কোন লাইট নেই পঞ্চায়েতের সমস্ত কাজকর্মতে দুর্নীতি হচ্ছে, সেই কারণে এলাকায় উন্নয়ন হচ্ছে না লাইট লাগানো হচ্ছে না,সমাজবিরোধীদের আনাগোনা বাড়ছে। সেই কারণেই রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটাতে পারে দুষ্কৃতীরা।

লেটেস্ট ভিডিও