North 24 Parganas- ছয় মাসের ইন্সেন্টিভ না পেয়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা আশাকর্মীদের

Bangla Digital Desk | News18 Bangla | 03:25:23 PM IST Dec 03, 2021

বনগাঁ, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা বনগাঁ ব্লকের কয়েকশো আশাকর্মী ছয় মাস ধরে তাদের ইনসেনটিভ পাচ্ছে না। সেই অভিযোগে এদিন দুপুরে বনগাঁ ব্লকের সুন্দরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে, বিক্ষোভ দেখাতে শুরু  করে তাঁরা এবং ইনসেনটিভ পরিশোধ করার আবেদন জানিয়ে বনগাঁ ব্লকের বিএমওএইচ মৃগাঙ্ক সাহার কাছে ডেপুটেশন জমা দেয়।

আশা কর্মীদের দাবি, তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, তারা সম্মান নিয়ে বাঁচতে চায়। তারা সাম্মানিক পেলেও তাদের ইন্সেন্টিভ পায়নি, শেষ ছয় মাস ইন্সেন্টিভ পরিষদের আবেদন জানায় তারা।এই বিষয়ে বনগাঁ ব্লকের বি এম ও এইচ মৃগাঙ্ক সাহা জানান, "স্বাস্থ্য দফতরের টেকনিক্যালি সমস্যা থাকার কারণে, শেষ ছয় মাস আশা কর্মীরা তাদের ইন্সেন্টিভ পাচ্ছেন না। আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমার ধারণা।"

লেটেস্ট ভিডিও