ভয়াবহ আগুনে ভস্মীভূত মুদি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

Bangla Digital Desk | News18 Bangla | 10:30:41 AM IST Oct 04, 2021

নিউ ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা : নিউ ব্যারাকপুর একটি মুদিখানা দোকানে ভয়াবহ অগ্নিকান্ড শনিবার দুপুরে,ঘটনাস্থলে দমকলে পাঁচটি যায়। ঐ এলাকায় পাশাপাশি অনেকগুলি দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের যথেষ্ট বেগ পেতে হয়। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সঠিক প্রমাণ না পাওয়া গেলেও দমকলে প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লাগে। ক্ষয়ক্ষতি সে এমন হয়নি। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে দমকল দপ্তর ও নিউব্যারাকপুর থানার পুলিশ। দমদম, উত্তর ২৪ পরগনা : নবপল্লীর খালপাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। উদ্ধার করল দমদম থানার পুলিশ। গতকাল রাতে নিখোঁজ হয়ে যায় নবপল্লীর বাসিন্দা কিরণ মহাপাত্র নামে বছর চল্লিশের এক ব্যক্তি। এলাকার বাসিন্দারা তাকে দেখতে পায় খালের পাশে পড়ে থাকতে। এরপর দমদম থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে কিরণ মহাপাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হসপিটালে।

লেটেস্ট ভিডিও