Chhath Puja 2021: গারুলিয়ায় রাম মারিয়া নব নির্মাণ কমিটির ছট পুজোর উদ্বোধনে সাংসদ অর্জুন সিং

Bangla Digital Desk | News18 Bangla | 11:19:49 AM IST Nov 11, 2021

উঃ ২৪ পরগনা : শুধুমাত্র কলকাতা ও হাওড়া কার্পোরেশন নির্বাচন করা হচ্ছে। কিন্তু সমস্ত পুরভোট কেন একসঙ্গে করা হল না। বুধবার সন্ধ্যায় গারুলিয়ায় রাম মারিয়া নব নির্মাণ কমিটির ছট পুজোর উদ্বোধন করে এমনই প্রশ্ন খুঁচিয়ে তুললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিনের পুজো উদ্বোধনে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি বিজয় মুখার্জি, রাজ্য কমিটির যুব মোর্চার সদস্য কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লেটেস্ট ভিডিও