Jamtara Gang: ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে গ্রেফতার জামতারা গ্যাংয়ের এক

Bangla Editor | News18 Bangla | 04:46:01 PM IST Sep 03, 2021

বিধাননগর, উত্তর ২৪ পরগনা : নারায়নপুর এলাকার এক বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান যে এক ব্যক্তি ফোন মারফত তাকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দেয়। এবং তাকে তার এসএমএস এলার্ট নম্বর আপডেট করতে বলে। এই ভিত্তিতে একটি ওটিপি তার মোবাইলে এলে সেটা ওই ফোনের ব্যক্তিকে জানান বৃদ্ধ। তবে এর পর থেকেই তার ব্যাঙ্কের কোনও ধরনের এস এম এস তার ফোন আসছিল না। সন্দেহ হলে ব্যাঙ্কে যোগাযোগ করে জানতে পারেন তার একাউন্ট থেকে ১৪ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। সেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে সেই অভিযুক্ত ওটিপি মারফতে বৃদ্ধার ব্যাংকের এস এম এস এলার্ট নম্বর পরিবর্তন করে নেয়। এরপরই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এই তদন্ত শুরু করে গতকাল রাতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয় হাওড়া এলাকায়। সেখান থেকে অভিযুক্ত গৌতম মল্লিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর জামতারা গ্যাংয়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই অভিযুক্তের। তাদের মদতেই এই ধরনের নতুন ধরনের ব্যাংক জালিয়াতির কাজ চালাতো এই গ্যাং। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযুক্তের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

অশোকনগর, উত্তর ২৪ পরগনা : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো অশোকনগর স্টেশন থেকে নৈহাটি রোড যাওয়ার রাস্তায় শেরপুর এর কাছে। একটি বাইকের সামনে কুকুর চলে আসায় তিনি ছিটকে গিয়ে তিনি পড়লেন একটি ম্যাটাডোর এর পেছনের চাকায়। ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ঐ যুবকের । মৃতের বাড়ি বাইগাছি এলাকার শক্তিনগর তার নাম সমীর দাস বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছে অশোকনগর থানার পুলিশ। গাড়িটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

লেটেস্ট ভিডিও