North 24 Parganas: বন্ধ হল জুটমিল, কর্মহীন প্রায় তিন হাজার শ্রমিক

Bangla Digital Desk | News18 Bangla | 10:24:00 AM IST Jan 21, 2022

উত্তর ২৪ পরগনা:বন্ধ হয়ে গেলো জগদ্দলের "জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ" জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক। এই মিলের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের নাম ও নম্বর নথিভুক্ত করতে হবে। এই নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এরপরই এদিন দুপুরে কর্মরত শ্রমিকদের কাজ থেকে বের করে দিয়ে, মিলটি বন্ধ করে দেয়। এরপরই, কর্মহীন শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। মিলের ভিতরে ভাঙচুর এর অভিযোগে চার শ্রমিককে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ। ঘটনার জেরে মিল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লেটেস্ট ভিডিও