দুঃসাহসিক ডাকাতি ভাটপাড়ায়, আড়াই লক্ষ টাকা সমেত গহনা নিয়ে চম্পট

Bangla Editor | News18 Bangla | 04:24:42 PM IST Jul 22, 2021

ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা : দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর ধানকল মোড় এলাকায়। ছয় দুষ্কৃতীর দল দরজা ভেঙ্গে বিপুল চন্দ্র সরকারের বাড়িতে ঢুকে পরে, তখন ঘরেই শুয়ে ছিলেন বিপুল বাবু, তার স্ত্রী ও তার একমাত্র সন্তান, প্রত্যেকের মাথায় রিভলবার ঠেকিয়ে, তার স্ত্রীর গলা টিপে ধরে ডাকাতি চালায় ডাকাতের দল। প্রায় আড়াই লক্ষ টাকা ক্যাশ এবং বেশকিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। প্রায় আড়াই ঘণ্টা ধরে অপারেশন চালায় দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। কল্যাণী হাইরোড এর উপর ব্যবসা করেন এবং তার পাশেই বাড়ি বিপুল বাবুর।গোটা ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। বনগাঁ, উত্তর ২৪ পরগনা : তৃণমূল নেতা গ্রেফতারের প্রতিবাদে বনগাঁ থানার সামনে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের। বনগাঁ পৌরসভা ১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি প্রশান্ত অধিকারীকে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ এনে বনগাঁ থানার সামনে বিক্ষোভ শুরু করল এলাকার তৃণমূল কর্মী সমর্থক কেরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রশান্ত এলাকায় ভালো ছেলে বলে পরিচিত। তৃণমূল বাস ও টোটো, অটো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। বুধবার রাত দশটা নাগাদ প্রশান্ত অধিকারী কে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরই এলাকার তৃণমূল কর্মী সহ বাসিন্দারা বনগাঁ থানার সামনে এসে ভিড় করে৷ তারা গ্রেপ্তারের কারণ জানতে এবং প্রশান্ত কে ছাড়ার দাবিতে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বনগাঁ বাটামোড় থেকে আমলাপাড়া মোড় পর্যন্ত অবরোধ করে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

লেটেস্ট ভিডিও