North 24 Pargana: চাষের জমিতে বিকট শব্দের পাশাপাশি বেরোচ্ছে গ্যাসের গন্ধ

Bangla Digital Desk | News18 Bangla | 09:34:17 AM IST Nov 29, 2021

উত্তর ২৪ পরগনা : আমডাঙার গ্রামের মাঠে চাষের জমিতে বিকট গ্যাসের শব্দে আতঙ্কিত চাষীরা। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এদিন সকালে মাঠে চাষের জমিতে কাজে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে চাষীদের। সেখানেই বিকট আওয়াজ আর গ্যাসের গন্ধ ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুন দিলেই সাময়িক জ্বলছেও। চাষীদের দাবি এই অবস্থায় চাষের ফসল নষ্ট হতে পারে, বিষয়টির প্রতি প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয় চাষীদের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও