North 24 Parganas News- প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে ফ্রি কোচিং ক্যাম্প।

Bangla Digital Desk | News18 Bangla | 03:59:58 PM IST Jan 22, 2022

#উত্তর ২৪ পরগনা: সুন্দরবন সীমান্ত ঘুরে ফুটবলের নতুন প্রজন্ম তৈরীর উদ‍্যোগ। বসিরহাট মহকুমার হাইস্কুল মাঠে বসিরহাট ভেটারেন্স প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিনামূল্যে একটি ফুটবল কোচিং ক‍্যাম্প চালায়। এদিন সেই ফুটবল কোচিং সেন্টার পরিদর্শনে আসলেন ফুটবল তারকা মিহির বসু ও রবিন ঘোষ। বিগত দিনে বসিরহাট থেকে বহু ফুটবলার, পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ প্রথম সারির দলে জায়গা করে নিয়েছিল। বসিরহাট ও সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা থেকে ছাত্রদের সঠিক প্রশিক্ষণ দিলে তারাও পরবর্তী সময়ে বড় দলে খেলার সুযোগ অর্জন করতে সচেষ্ট হবে।

লেটেস্ট ভিডিও