Bangla News|| কারখানার কেমিক্যালে লক্ষাধিক টাকার মাছ নষ্ট পুকুরে, ক্ষোভ এলাকায়

Bangla Digital Desk | News18 Bangla | 05:16:36 PM IST Oct 21, 2021

#বারাসত: কারখানার দূষনের শিকার বারাসতের খিলখাপুর ও ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত এলাকার মানুষট। প্রায়শই এই এলাকার একটি সুতো কারখানার কাপড় রং এর আ্যসিড জল দূষণ ছড়ায় বলে অভিযোগ স্থানীয়দের।গত কয়েক দিনের নিম্নচাপ এর বৃষ্টির পর এই কারখানার গায়ে লাগানো প্রায় ২০ বিঘার পুকুরে সব মাছ মরে যায়। পারিবারিক মাছ চাষের এই জায়গায় মহ নূর ইসলামদের।তাদের অভিযোগ কারখানা তৈরী হওয়ার পর থেকে এই এলাকার বিভিন্ন গ্রাম আ্যসিড জলের দূষনের শিকার। পচা বিষাক্ত জল এবার কারখানা থেকে বেড়িয়ে তাঁদের পুকুরের প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে দিয়েছে। পুকুর পাড়ে গেলেই দেখা যাবে বড় বড় রুই কাতলা মৃগেল থেকে পুটি মোরলা সবই মরে ভেসে উঠেছে।জল মাপার যন্ত্র দিয়ে তারা দেখাচ্ছেন পুকুরের জল কত টা দূষিত হয়েছে।আর তাদের সব অভিযোগ বারাকপুর বারাসত রোডের এই সুতো কারখানার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বারবার বলা সত্বেও দূষিত জল ছাড়ছে এই কারখানা।এবার ক্ষতির পর তারা প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন। এই কারখানা কতৃপক্ষের কাছে এই অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে তারা হাতে তাদের করপোরেট অফিসের ঠিকানা লিখে দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক এই পদস্থ কর্তা জানান তাদের কারখানার দূষিত জলে এই ঘটনা ঘটে নি।বরং অতিবৃষ্টিতে আশে পাশের দূষিত জল গিয়েই এই বিপত্তি ঘটিয়েছে।

#হাবড়া: লক্ষ্মী পুজোর দিন বাজি ফুটবে না তা আবার হয় নাকি? কিন্তু শব্দ দূষণ ও পরিবেশ দূষণ রুখতে তৎপর হাবড়া প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ বুধবার সন্ধ্যায় দোকানে দোকানে হানা দিয়ে উদ্ধার প্রায় ৩০ কেজি শব্দ বাজি। এ বিষয়ে হাবরা থানার পক্ষ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও কিছু দোকানদার যারা বেআইনিভাবে শব্দবাজি মজুদ করে রাখছে তাদের বিরুদ্ধে এবার হাবরা থানা পুলিশ কঠোর পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। এবং হাবড়া থানার পক্ষ থেকে দোকানদারদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন এই ধরনের কাজ আর না করে তাদেরকে যেন গ্রেফতার না করতে হয় দোকানদারদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন হাবরা থানার পুলিশ প্রশাসন।

লেটেস্ট ভিডিও