#উত্তর ২৪ পরগনা: জেলার অনান্য জায়গার পাশাপাশি অশোকনগরেও করোনার থাবা চওড়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সপ্তাহে দুই দিন স্থানীয় দোকান-বাজার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে । রাস্তায় রের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলছে নজরদারি।
এতসবের পরেও করোনা আক্রান্ত হয়ে অশোকনগর পুরসভার ২২ নং ওয়র্ডের বাসিন্দা প্রকাশ শূরের মৃত্যুতে শোকের পরিবেশ এলাকা জুড়ে। পৌর-প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ তারিখ অসুস্থতার কারণে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে করোনা টেষ্ট হতেই জানা যায় তিনি কোভিড পজিটিভ। হাসপাতাল থেকে ঔষধ লিখে দিয়ে তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়। পেশায় টোটো চালক বছর ৪৯-র প্রকাশ শূরের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে, এদিন আসেন পুর-প্রশাসকমন্ডলীর সদস্য অনুপ রায়। তিনি দু:খপ্রকাশ করে জানালেন, এই অসহায় পরিবারের যেকোন সাহায্যে প্রস্তুত অশোকনগর পুরসভা। এদিন পৌরসভার পক্ষ থেকে গোটা এলাকা স্যানিটাইজেশন করা হয়।