North 24 Parganas: মৎস্যজীবীদের পাতা মাছের আটলে ধরা পড়ল সুন্দরবন জঙ্গলের বিরল প্রজাতির বনবিড়াল

Bangla Digital Desk | News18 Bangla | 12:07:44 PM IST Dec 01, 2021

বসিরহাট, উত্তর ২৪ পরগনা : বসিরহাটে মহাকুমার সন্দেশখালির জেলিয়াখালী মৎস্যজীবীদের পাতা মাছের আটলে ধরা পড়ল সুন্দরবন জঙ্গলের বিরল প্রজাতির বনবিড়াল। দুই ফুট লম্বা চওড়া এক ফুট। জঙ্গল থেকে রায়মঙ্গল নদী পেরিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে যেহেতু শীতকাল পুকুরের জল পুকুরে মাছের আনাগোনা বেড়েছে তাই মাছ খেতে লোকালয়ে ঢুকে পড়ে। এদিন সকাল বেলা মৎস্যজীবী বিধানমণ্ডল ও প্রশান্ত মন্ডল পাতা মাছ ধরা আটলে ধরা পড়ে এই বন বিড়াল।এগুলোর সুন্দর বন জঙ্গলে ভারতের পাশাপাশি মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ কয়েকটি দেশে দেখা যায়। ঘটনাস্থলে ঘটনার মিনাখা বনদপ্তরের আধিকারিকরা।

লেটেস্ট ভিডিও