অভিশপ্ত করোনা প্রকৃতির আশীর্বাদ? যা জানালেন পরিবেশপ্রেমীরা

Bangla Editor | News18 Bangla | 04:58:30 PM IST Jun 24, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: করোনা কড়ালগ্রাস আশীর্বাদ নাকি অভিশাপ? মানবজাতের জীবনে যা বয়ে নিয়ে এসেছে চরম অভিশাপ। তবে প্রকৃতির কাছে সেই 'অভিশাপ'ই হয়তো অশীর্বাদ হয়ে উঠেছে। কথায় রয়েছে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। একদিকে যখন করোনায় রোজ শহরজুড়ে সংক্রামিতের গ্রাফ ঊর্ধ্বমুখী, তখনই জনশূণ্য শহরে যেন নবপ্রাণ সঞ্চারিত হয়েছে, সুস্থ হয়ে উঠছে নগর প্রকৃতি। বলাবাহুল্য করোনার বাড়বাড়ন্তে অগত্যা লকডাউনের পথে হেঁটেছে সরকার। দোকান, বাজার নির্দিষ্ট সময়ের পর বন্ধ। অফিসে ঝুলেছে তালা। অটো, গাড়ি সহ নিত্য যানচলাচল বন্ধ। বিনা প্রয়োজনে মোটর বাইকে করে দাপানোতে ছিল প্রতিবন্ধ শহরজুড়ে। তাই শহর এখন অনেকটাই দূষণমুক্ত। বায়ুদূষণের হারও অনেকটাই কমেছে। অন্তত পরিবেশপ্রেমীরা তো তাই মনে করছেন।

লেটেস্ট ভিডিও