Nadia News- শিশুদের একাকীত্ব দূর করতে পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের উদ্যোগে শিশুমেলার আয়োজন

Bangla Digital Desk | News18 Bangla | 07:58:54 PM IST Dec 23, 2021

#নদিয়া- করোনা আবহে ঘরে থেকে থেকে একাকীত্বে কাটিয়েছে শিশুরা। সবুজের সংস্পর্শ থেকে অনেকটা দূরে থেকে, ঘরে মোবাইল, কার্টুন আর বই নিয়েই কেটেছে দীর্ঘ লকডাউন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম শিশুমেলার সুচনা হলো কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাসের হাত ধরে। ২১ শে ডিসেম্বর থেকে শুরু হওয়া শিশুমেলার শেষ দিন ২৩ শে ডিসেম্বর। শিশুদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতা ছিল এই শিশু মেলায়। যেমন খুশি তেমন সাজো থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, এমনকি তাদের মনোরঞ্জনের জন্য পুতুল নাচের ব্যবস্থা রাখা হয়েছিল জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় মাঠে।

লেটেস্ট ভিডিও