Nadia News- আবারও পথদুর্ঘটনা নদিয়ায়। যাত্রীবোঝাই বাস উল্টে মৃত এক

Bangla Digital Desk | News18 Bangla | 09:28:37 PM IST Dec 29, 2021

#নদিয়া- আবারও নদিয়ায় ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক ব্যক্তি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শান্তিপুর ফুলিয়াপাড়ার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে। জানা যায়, কৃষ্ণনগর রানাঘাটগামী একটি লোকাল বাস শান্তিপুরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শান্তিপুর ফুলিয়া বেলঘড়িয়া একনম্বর পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রত্যেককেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এলাকার স্থানীয়দের দাবি, বাসটি অতি দ্রুত গতিতে আসছিল। রাস্তা খারাপ থাকার কারণে, ও চালকের ভুলের কারণে নিয়ন্ত্রণ হারায়। এর পরেই পাল্টি খায় বাসটি। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

লেটেস্ট ভিডিও