Murshidabad- দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ 

Bangla Digital Desk | News18 Bangla | 07:33:07 PM IST Nov 26, 2021

#মুর্শিদাবাদ- দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নারায়নপুর কাল ভাটের কাছে তল্লাশি চালায় দৌলতাবাদ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে আটক করা হয় দুই যুবককে, উদ্ধার হয় একটি ওয়ান সার্টার পিস্তলসহ তিন রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শফিকুল ইসলাম ও পিন্টু শেখ। শফিকুল ইসলামের বাড়ি দৌলতাবাদের দুর্গানগর এলাকায়, পিন্টু শেখ এর বাড়ি দৌলতাবাদের কেয়াতলা এলাকায়। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কি কারণে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও