#মুর্শিদাবাদ- মুর্শিদাবাদ শহরের হাজারদুয়ারি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক আসেন হাজারদুয়ারি ভ্রমণ করতে। তবে দুইবছর করোনা অতিমারির কারণে সরকারি নিয়মে বন্ধ ছিল। জনজীবন কিছুটা স্বাভাবিক হতেই, আবার টিকিট কেটে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। শনিবার বড়দিনের সকাল থেকেই হাজারদুয়ারিতে পর্যটকদের ভিড় দেখা গেল। সেই সঙ্গে ইমামবারা, মতিঝিল পার্ক ও বিভিন্নরকম দর্শনীয় স্থান দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন পর্যটকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে ভিড় হাজারদুয়ারির সামনে। সেইসঙ্গে যারা মুর্শিদাবাদের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত তারাও খুশি। বহুদিন পরে শহর মুর্শিদাবাদে এইরকম পর্যটকদের আসতে দেখা গেল। বিভিন্ন দোকানে ভিড় দেখা গেল তবে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে, শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে তবে হাজারদুয়ারি মিউজিয়ামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পর্যটকদের সেই সঙ্গে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বলা যেতেই পারে, এই বড়দিনে কিন্তু পর্যটকপূর্ণ ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ।