Murshidabad- কান্দি থানার গাঁতলা গ্রামে দুই সন্তান কে নিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর।

Bangla Digital Desk | News18 Bangla | 12:00:51 PM IST Nov 29, 2021

কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গাঁতলা গ্রামে স্বামী সাথে পারিবারিক বিবাদের জেরে, নিজের বাপের বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে দুই কন্যা সন্তান কে নিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষী ঘোষ (২৩), দুই কন্যা সন্তান নাম চাদনী (৫) ঘোষ ও ইতু ঘোষ (৩)। গত ছয় বছর আগে বিয়ে হয় নবগ্রাম থানার ঘোষপাড়া গ্রামে লক্ষী ঘোষের সাথে দিলবার ঘোষের। স্বামী সাথে দুই বছর ধরে অশান্তি ছিল। বর্তমানে শ্বশুর বাড়িতে থাকতেন না গৃহবধূ, নিজের বাপের বাড়িতেই থাকতেন। ঘরের মধ্যে থেকে মা ও দুই সন্তানের দগ্ধ অবস্থায় মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে দেহ পাঠানো হয়েছে।

লেটেস্ট ভিডিও