Murshidabad: কান্দিতে ৬৮তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উৎযাপন 

Bangla Digital Desk | News18 Bangla | 07:17:50 PM IST Nov 20, 2021

শনিবার কান্দি পৌরসভা হলে সমবায়-ই অর্থনৈতিক বিকাশের একমাত্র মাধ্যম সামনে রেখে ৬৮তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উৎযাপন করা হল।কান্দি ব্লক সমবায় সমিতি সমূহ পক্ষ থেকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সমবায়ের মাধ্যমে উন্নতি সাধন ও সমবায়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাইজেসন ও সোসাল মিডিয়া নিয়ে আলোচনা করা হয় এবং কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড কান্দি শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার প্রশাসক দেবাশিস চ্যাটার্জী, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার, মুর্শিদাবাদ জেলা সমবায় ব্যাঙ্ক লিমিটেডের সিইও জন্মেঞ্জয় মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা ।

লেটেস্ট ভিডিও