Murshidabad: সরকারি প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢুকলেও এখনও পাননি হাতে

Bangla Digital Desk | News18 Bangla | 01:22:14 PM IST Jan 18, 2022

কৌশিক অধিকারীঃ ফরাক্কাঃ মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে সরকারি প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢুকলেও এখনও হাতে না পাওয়ায় সমস্যায় পড়েছে দুই বাসিন্দা। মুর্শিদাবাদের ফারাক্কা নিমতলার বাসিন্দা রেখা বেওয়া ও রাসেদা বিবি নামে দুই বাসিন্দা। রেখা বেওয়ার অভিযোগ করে গত দুই বছর ধরে সরকারি প্রকল্পের ঘরের টাকা, বেকার ভাতা, লক্ষীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ফারাক্কার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢোকে কিন্তু সেই টাকা তুলতে গেলে টাকা তুলতে পারছে না। এই বিষয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের সাথে কথা বলতে গেলে ম্যানেজার জানান, তাদের একাউন্ট এ লোন নেওয়া আছে। যদিও ওই বৃদ্ধার অভিযোগ আমি কোনো লোনের জন্য আবেদন করিনি। তাহলে কি ভাবে আমার একাউন্ট এ লোন যুক্ত করা হলো। এর ফলে চরম সমস্যায় পড়েছে ওই বৃদ্ধা। ফলে বর্তমানে ভিক্ষা করে সংসার চালাতে হচ্ছে তাদের।

লেটেস্ট ভিডিও