ইয়াসের জেরে সৃষ্ট বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের

Bangla Editor | News18 Bangla | 09:14:36 AM IST May 29, 2021

ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের যৌথ প্রভাবে রূপনারায়ণের বাঁধ ভেঙে এখনো জলের তলায় আমতার বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার বন্যা কবলিত আমতা বিধানসভার অন্তর্গত এলাকায়, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রিপল ও মাস্ক তুলে দিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটাল এর জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো শুক্রবার পরিদর্শন করলেন উলুবেড়িয়ার সংসদ সাজেদা আহমেদ। হাওড়ার আরও খবর জানতে, দেখুন ভিডিও উপরে।

লেটেস্ট ভিডিও