করোনা পরিস্থিতিতে ঈদ নিয়ে আলোচনা সভা পাঁশকুড়া ব্লক প্রশাসনের

Bangla Editor | News18 Bangla | 08:32:29 AM IST May 12, 2021

পাঁশকুড়া থানা ও পাঁশকুড়া ব্লক প্রশাসনের উদ্যোগে উদ্যোগে ঈদ নিয়ে আলোচনা সভা। সামনেই ঈদ, উৎসব মুখর বাঙালির আরও একটা বড় উৎসব ঈদ। এক মাসের রমজান পেরিয়ে আসে খুশির ঈদ। ঈদ পালনকে কেন্দ্র করেই উৎসবের পরিবেশ গড়ে ওঠে ইসলাম ধর্মাম্বলী বাঙ্গালীদের মধ্যে। শুধু ইসলাম ধর্মাম্বলী মানুষেরাই নয় ঈদ কার্যতই বড় উৎসব হিন্দু ধর্মাম্বলী ও ইসলাম ধর্মাম্বলী দুই সম্প্রদায়ের বাঙালি মনুষের। আর এদিকে ভয় ধরাছে করোনার দ্বিতীয় ঢেউ। যদিও সংক্রমনের হার সামান্য হলেও কমেছে। করোনার গ্রাফ নিম্নমুখী করতে একাধিক নির্দেশিকা জারি করছে এ রাজ্যের প্রশাসন। এরই মাঝে আসন্ন ঈদকে সামনে রেখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক চত্বরে পাঁশকুড়া থানার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জানা গেছে কোভিড পরিস্থিতিতে কীভাবে ঈদ পালিত হবে তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি সুদীপ দাস, পাঁশকুড়া ব্লকের জয়েন বিডিও হাসনাদ আলী  , পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নজরে রসূল খান সহ একাধিক ব্যক্তিত্বরা। উক্ত আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয় করোনা ভাইরাস কে মাথায় রেখেসরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদযাপন করার। ঈদের দিন নামাজের সময়  প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে  সবাইকে অংশগ্রহণ করার জন্য ও অনুরোধ করা হয়। কোভিড পরিস্থিতিতে কীভাবে ঈদ পালিত হবে তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি সুদীপ দাস, পাঁশকুড়া ব্লকের জয়েন বিডিও হাসনাদ আলী , পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নজরে রসূল খান সহ একাধিক ব্যক্তিত্বরা। উক্ত আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয় করোনা ভাইরাস কে মাথায় রেখেসরকারি স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উদযাপন করার। ঈদের দিন নামাজের সময়  প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে  সবাইকে অংশগ্রহণ করার জন্য ও অনুরোধ করা হয়। যদিও উক্ত সভায় পাঁশকুড়া পৌরসভার চেয়ারমেন নন্দ কুমার মিশ্র হোম কোয়ারেন্টাইনে  থাকার কারণে  উপস্থিত থাকতে পারননি, তাই তিনি ফোনে আলোচনা সভায় উপস্থিত সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

লেটেস্ট ভিডিও