Bangla News: প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের তরফে দীপাবলীতে যুবসচেতনতা মূলক অনুষ্ঠান

Bangla Digital Desk | News18 Bangla | 01:22:29 PM IST Nov 03, 2021

 শিলিগুড়ি: আমাদেরসমাজের ভিত যুব সমাজ। যদি সেই যুব সমাজ আত্মসেবার সঙ্গে জনসেবায় জড়িত থাকে, তাহলে দেশের উন্নতি নিশ্চিত। এনিয়ে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারভবিষ্যৎ তৈরির স্বার্থে এদিন বিকেলে শহরের বাঘাযতীন পার্কের সামনে একটি যুবসচেতনতা মূলক অনুষ্ঠান এবং পথনাটকের এর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব সহ বিশিষ্ট ব্যক্তিরা।

লেটেস্ট ভিডিও