UPSC পরীক্ষায় ৮৭ স্থান শিলিগুড়ির রিকির, শুভেচ্ছা জানালেন গৌতম দেব

Bangla Digital Desk | News18 Bangla | 06:30:34 PM IST Oct 01, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-২০২০ (UPSC) পরীক্ষায় দেশে ৮৭ তম স্থান দখল করেছেন শিলিগুড়ির ৪৩ নং ওয়ার্ডের গ্রিনভ্যালি আবাসনের বাসিন্দা রিকি আগরওয়াল। এদিন রিকি বাবুর সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব। পুষ্প ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান গৌতমবাবু। তিনি বলেন,  'রিকির এই সাফল্যে শহরের নাম উজ্জ্বল হয়েছে এবং আমি আপ্লুত। রিকির ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। '

অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই (ICSE), আইএসসি (ISC), সিবিএসসি (CBSE) পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।

লেটেস্ট ভিডিও