Bangla News: শাক্তমতের পুজো আজ বৈষ্ণবমতে! এমনই রীতি শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার মহামায়া কালীবাড়িতে

Bangla Digital Desk | News18 Bangla | 06:16:54 PM IST Nov 08, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: দেশবন্ধুপাড়ার মহামায়া কালীবাড়ির শ্যামাপুজোয় দেবীমা পূজিতা হন বৈষ্ণবমতে। এই রীতি এখনও বহাল রয়েছে। ১৯৭৭ সালে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে বাসন্তীপুজো হয়ে আসছে। পুজো ছাড়াও সামাজিক কাজকর্মে এগিয়ে রয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির সদস্যদের মুখে শোনা যায় এই মন্দিরে বৈষ্ণবমতে পুজো হয়। আগে বলিপ্রথার চল ছিল, তবে পরবর্তীতে সেই প্রথা উঠে যায়। এরপর থেকেই চলে বৈষ্ণবমতে পুজো। দর্শনার্থীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় প্রত্যেকবার।

লেটেস্ট ভিডিও