Siliguri: শিলিগুড়িতে ফের পোস্টার-বিভ্রাট

Bangla Digital Desk | News18 Bangla | 09:55:54 AM IST Dec 01, 2021

শিলিগুড়ি: পুরনির্বাচন এগিয়ে আসতেই একের পর এক কাণ্ড! কখনও ভুয়ো রসিদ ছাপিয়ে তর্জা, কখনও আবার পোস্টার-বিভ্রাট। এবার পুরভোটের মুখে শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে শহরজুড়ে পড়ল পোস্টার। যদিও এই পোস্টার কাণ্ড নতুন কিছু নয়! এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় তথা মিউনিসিপ্যাল এলাকায় বেনামী পোস্টার রাতে অন্ধকারে সাঁটিয়ে দেওয়া ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে পুলিশ প্রশাসনের উদ্যোগে সেই ঘটনা বন্ধ হয়। দোরগোড়ায় পুরভোট। সেই ভোটের আগে শিলিগুড়ির বুকে ফের পোস্টার কাণ্ড প্রকাশ্যে আসতেই বেশ শোরগোল রাজনৈতিক মহলে। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে 'নান্টু পালকে আর তৃণমূলে নেওয়া যাবে না' এই লেখা পোস্টার পড়েছে। দার্জিলিং জেলা তৃণমূলের কংগ্রেসের হয়ে এই পোস্টারে রীতিমত ছেয়ে গিয়েছে হাশমি চক, গুরু নানক চক, মহাত্মা গান্ধি চক-সহ শহর শিলিগুড়ির বিভিন্ন জনবহুল জায়গায়। কে বা কারা এই কাজ করেছে তা এখনও সামনে আসেনি। তবে বলা বাহুল্য, সাধারণ তথা রাজনৈতিক ব্যক্তিত্বদের নজরে আনতেই এই পোস্টার পড়েছে শহরে নানান এলাকায়।

লেটেস্ট ভিডিও