Siliguri: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

Bangla Digital Desk | News18 Bangla | 11:31:37 AM IST Jan 06, 2022

শিলিগুড়ি: স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। এদিন সকালে বাগডোগরা সংলগ্ন প্রমোদনগর এলাকার উপর দিয়ে চলাচল করা রেল লাইনের এক জায়গা ভাঙ্গা অবস্থায় দেখতে পান সেখানকার স্থানীয় বাসিন্দারা। ততক্ষনাৎ তাাঁরা খবর দেন বাগডোগরা রেলস্টেশনে। রেলকর্মীরা এসে ভাঙ্গা রেললাইন পুনরায় ঠিক করার উদ্যোগ গ্রহণ করেন।জানা গেছে রেললাইনটি এতটাই ভাঙ্গা ছিল যে সেখানে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড়োসড়ো রেল দুর্ঘটনা। রেল দপ্তরের উদ্যোগে রেল লাইন দ্রুত সারাইয়ের ফলে রক্ষা পেল একাধিক যাত্রীবাহী রেল। আর সেকারনেই রেলদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

লেটেস্ট ভিডিও