Durga Puja: করোনাকালে শিলিগুড়ি ক্ষণিক সংঘের ভাবনা 'অসম্পূর্ণ'  

Bangla Digital Desk | News18 Bangla | 12:41:15 PM IST Oct 11, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ির পুরোনো পুজো বলতে যে নামগুলি প্রথম সারিতে উঠে আসে তারমধ্যে অন্যতম হল শিলিগুড়ি ক্ষণিক সংঘ। ভারতনগর এলাকাস্থিত ক্ষণিক সংঘ এবার ৫২তম বর্ষে পদার্পণ করল। বড় বাজেট না হলেও এবারে তাদের বিশেষ ভাবনা 'অসম্পূর্ণ'।

লেটেস্ট ভিডিও