Siliguri- ফের পথদুর্ঘটনায় বলি হল এক, আটক ২

Bangla Digital Desk | News18 Bangla | 03:15:37 PM IST Dec 06, 2021

#শিলিগুড়ি: ফের পথদুর্ঘটনায় বলি হল এক। রবিবার গভীর রাতে বেপরোয়া ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রিন্সিপাল নগর থানার অধীনস্থ রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে। সূত্রের খবর, রাজা রামমোহন রায় তৃতীয় মহানন্দা সেতুর একটি স্টেট গেস্ট হাউস থেকে অল্প দূরত্বে একজন ব্যক্তি সামনের রাস্তা পার হচ্ছিলেন। একই সময়ে তিনি একটি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে মাঝ রাস্তায় পড়ে যান। যতক্ষণ না উক্ত ব্যক্তিটি রাস্তা থেকে উঠতে পারেন, ততক্ষণে পণ্যবাহী ট্রাকটি চম্পাসরির দিক থেকে প্রবল বেগে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে সদর থানা ও মোড়ের ট্রাফিক গার্ডকে খবর দেয়। এরপরে প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিন ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে চালক, খালাসিকে হেফাজতে নিয়ে থানায় যায়। গোটা ঘটনার তদন্ত করছে প্রধাননগর থানা পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

লেটেস্ট ভিডিও