Siliguri: শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বিরুদ্ধে বস্তি উন্নতিকরণ কমিটির বিক্ষোভ

Bangla Digital Desk | News18 Bangla | 04:33:45 PM IST Dec 16, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বোর্ডে, রাজ্য সরকার রদবদল করেছে। যদিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচন গত দেড় বছর ধরে স্থগিত ছিল।

শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন প্রশাসনের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব নির্বাচিত হয়েছেন। যদিও গত বেশ কয়েক বছর ধরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে, বামেরা তাদের দখল বজায় রেখেছিল। বোর্ডে রদবদল করার পরেই, মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বোর্ডের বিরোধী দলের পক্ষ থেকে বর্তমানে চলছে একের পর এক বিক্ষোভ, মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ঘেরাও। শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ঘেরাও অভিযানে বাম-সমর্থিত বস্তি উন্নয়ন সেল দার্জিলিং জেলা দ্বারা পরিচালিত হয়েছিল।

এই অভিযানের সময়, দার্জিলিং জেলা সিপিআইএম অফিসের সামনে বাম কর্মীদের পক্ষে একটি সমাবেশ করে পৌরনিগম ঘেরাও অভিযান। মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে র‍্যালি পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রধান ফটকের সামনে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের ব্যারিকেড করার আগেই, বাম কর্মীদের তরফে প্রায় আধাঘণ্টা ধরে বিক্ষোভ চলতে থাকে।

পরে পুলিশের হস্তক্ষেপে বামপন্থীরা বিক্ষোভ তুলে নেয়। সমস্যাগুলি নিয়ে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার কাছে ১০ জন প্রতিনিধি দল পাঠানো হয়। এইদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, পুরসভার প্রাক্তন মেয়র, বাম নেতা দিলীপ সিং, সমন পাঠক, জয় চক্রবর্তী সহ বহু বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন।

লেটেস্ট ভিডিও