Siliguri Girl's School: চার দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান, শিলিগুড়ি গার্লস স্কুলের ৭৫ বর্ষপূর্তিতে জমজমাট শহর

Bangla Digital Desk | News18 Bangla | 12:38:22 PM IST Dec 15, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ৭৫ বছর বর্ষপূর্তি সমাপ্তি অনুষ্ঠানে।  দীনবন্ধু মঞ্চে স্কুলের পড়ুয়াদের সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বাঘাযতীন পার্কে ছৌ নাচ, হিমালয়ান স্নো লায়ন ডান্স হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী, জয়তী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, অনুষ্ঠান আমন্ত্রণমূলক করা হয়েছে। ২ জানুয়ারি বাঘাযতীন পার্কে বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ নাচ সহ অদিতি মুন্সির অনুষ্ঠান রয়েছে। ৩ জানুয়ারি বর্ণাঢ্য প্রভাত ফেরি হবে গার্লস স্কুলের সামনে থেকে। সেদিন বিকেলে জয়তী চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে। ৪ জানুয়ারি বিকেলে লগ্নজিতা চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে। ৫ জানুয়ারি রাঘব চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান হবে। এছাড়াও স্কুলে অঙ্কণ, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

লেটেস্ট ভিডিও