Jalpaiguri: মৃতের তালিকায় রয়েছে নাম, অথচ খুঁজেই চলেছে 'আপনজনদের'!

Bangla Digital Desk | News18 Bangla | 12:11:20 PM IST Jan 17, 2022

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: মেয়ের বিয়ের জন্য জয়পুর থেকে বাড়ি ফেরার সময় ময়নাগুড়ির দোমহানির রেল দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য, নিখোঁজ এক তরুণ। নিখোঁজের খোঁজ এখনও মেলেনি। সম্রাট কার্জি নামে ১৬ বছরের তরুণের এখন পর্যন্ত খোঁজ পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার বিকেলে রেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন তাঁরা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন কেশবালা বর্মন সহ কোচবিহারের দোমুখা এলাকার পরিবারের চার সদস্যদের। শনিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দুর্ঘটনাস্থলে যান তাঁরা এবং তাঁদের হারিয়ে যাওয়া জিনিসপত্র সন্ধান করতে। এরপরই তাঁর ভাইপোর খোঁজ মিলছে না বলে তিনি জানান। তাঁরা এদিন ময়নাগুড়ি দোমহানি এলাকায় ট্রেন দুর্ঘটনা এলাকায় আরপিএফ এবং জিআরপির অস্থায়ী ক্যাম্পেও যোগাযোগ করেন।

তবুও হারিয়ে যাওয়া ভাইপোর খোঁজ এখনও এক হাঁটু জলে! দোমুখা এলাকার বাসিন্দা কেশবালা বর্মণের কথায়, 'আমরা ২২ জন ট্রেনে করে ফিরছিলাম। একজন নিখোঁজ তাকে খুঁজতে এখানে এসেছি। আমরা হাসপাতালে ভর্তি ছিলাম। ছুটি পেয়েই ঘটনাস্থলে এসেছি তাকে খোঁজার জন্য।' দিনভর এদিক ওদিক ছুটে হতাশাগ্রস্ত কাঁপা গলায় তিনি বলেন, 'জানি না সে মরে গেছে না, বেঁচে আছে। তবে তার তো খোঁজ আমাদের নিতে হবে, তাই এসেছি। আধিকারিকরা এখনও ওর সম্পর্কে কোনও তথ্য আমাদের দিতে পারেনি।' অন্যদিকে, গত বৃহস্পতিবার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোহমনি এলাকায়। সেই দুর্ঘটনা প্রাণ কেড়েছে ৯ জনের। আহত হন ৪৩ জনেরও বেশি। তাঁদের কাউকে ভর্তি করা হয় ময়নাগুড়ি গ্ৰামীণ হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা অনেকেই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এরপরই ভারতীয় রেল দফতরের পক্ষ থেকে প্রকাশিত নয়জন নিহতদের তালিকায় নাম। আর তাতে রয়েছে ওই নিখোঁজ তরুণ অর্থাৎ সম্রাট কার্জির নাম। আর এই ঘটনা চাউর হতেই ধন্দে পড়েছে এই অসহায় পরিবার।

লেটেস্ট ভিডিও