Siliguri: মনীষীদের মূর্তি পরিষ্কার করে অভিনব নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী নান্টু পাল

Bangla Digital Desk | News18 Bangla | 10:14:07 AM IST Jan 08, 2022

শিলিগুড়ি: ওয়ার্ডবাসীর নজর কাড়তে এলাকার মনীষীদের মূর্তি পরিষ্কার করে নির্বাচনী প্রচার শুরু করলেন শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পাল। এদিন দলীয় কর্মীদের নিয়ে এলাকার ৫টি মূর্তি পরিষ্কার করার পাশাপাশি একটি শিশু উদ্যানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন ওয়ার্ডের বিজেপি প্রার্থী। এদিন নান্টুবাবুর কথায়, ২০১৭ সালে মূর্তিগুলো বসানো হয়েছিল ওয়ার্ডে। সেই সময় তাঁরই তত্বাবধানে মূর্তিগুলো পরিষ্কার হলেও পুরনিগমের ক্ষমতা প্রশাসক বোর্ডের হাতে চলে যাওয়ায় গত ৮ মাস ধরে পরিষ্কার হয় না মনীষীদের মূর্তি। গত তিনদিন আগে শেষ হয়েছে প্রশাসক বোর্ডের ক্ষমতা। তাই তিনি মূর্তিগুলো পরিষ্কার করে মনীষীদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। বিরোধী প্রসঙ্গে তিনি জানান, তাঁরা শুধু রাজনীতি করতে জানেন বাহুবলীদের নিয়ে। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ছেঁড়া ও দেওয়াল মুছে দেওয়ার কাজটা ভালই করতে জানেন। তিনি রাজনীতি নয় মানুষের জন্য কাজ সারাবছর করেন। আর মানুষ এই কারণেই তাকে পছন্দ করেন। অন্যদিকে, বিজেপি প্রার্থীর এহেন অভিনব প্রচারকে 'লোক দেখানো' কর্মসূচি বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি প্রার্থীর এই অভিনব প্রচারকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী বাসুদেব ঘোষ। এদিন তিনি জানান, সারাবছরই মূর্তির রক্ষনাবেক্ষণ করা হয়। আসলে নির্বাচনে দাঁড়িয়ে দিশেহারা অবস্থা নান্টুবাবুর। এই ওয়ার্ডের মানুষ জানেন নান্টু পালের দৌলতে প্রচুর বেআইনী নির্মান হয়েছে। তিনি মানুষের স্বার্থে বা উন্নয়নের স্বার্থে নয়, সম্পূর্ণ নিজের স্বার্থেই রাজনীতি করেন। এই ওয়ার্ডের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবেন।

লেটেস্ট ভিডিও