Jalpaiguri News- স্বাস্থ্যসাথীর ব্যবহার সহ সুস্বাস্থ্য পরিষেবা প্রদান করতে হবে নার্সিংহোমগুলিকে, নিদান কমিশনের

Bangla Digital Desk | News18 Bangla | 04:35:22 PM IST Dec 15, 2021

#জলপাইগুড়ি: জলপাইগুড়ি সহ রাজ্যের সমস্ত হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোমে, স্বাস্থ্যসাথী এবং সুস্বাস্থ্য বিষয়ে জরুরি বৈঠক করা হয়। এইদিন বৈঠকটি হয় জলপাইগুড়ি ডিআরডিসি হল রুমে।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন নার্সিংহোমের এবং হাসপাতালগুলির সুস্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা সভা করা হয়। সমস্ত হাসপাতালের ওষুধের বিল, হাসপাতালের বিল নিয়ে আলোচনা করা হয়। এইদিন এই সভায় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান জাস্টিস অসীম কুমার বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য ও জেলার স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন হাসপাতালের পদাধিকারীক ও চিকিৎসকরা। তৎসহ যদি কোন নার্সিংহোম বা হাসপাতাল বেশি টাকার দাবিতে মৃতদেহ আটকে রাখে, সেক্ষেত্রে তারা বড় ধরনের অপরাধ করছে, বলে জানান কমিশনের চেয়ারম্যান জাস্টিস অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি এও হুঁশিয়ারি দেন, যদি এই রকম ঘটনা কোথাও ঘটে এবং কোনও অভিযোগ দাখিল হয়, তবে সংশ্লিষ্টের পক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেটেস্ট ভিডিও