Jalpaiguri: তৃতীয় ঢেউ আটকাতে তৎপর ব্লক প্রশাসন, বৈঠকে ব্যবসায়ী সমিতি

Bangla Digital Desk | News18 Bangla | 10:23:20 AM IST Jan 19, 2022

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: করোনার তৃতীয় ঢেউ এবং ওমিক্রন রাজ্যে দিন দিন বাড়ছেই। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ আটকাতে করা হয়েছে আংশিক লকডাউন। কিন্তুকমছে না রেশ। ময়নাগুড়ি ব্লকের করোনার গ্রাফ উর্ধমুখী যাতে না হয় সেই বিষয়ে বৈঠক করা হলো। এদিন ময়নাগুড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে ময়নাগুড়ি পৌরসভা এলাকার নতুন বাজার ও পুরান বাজার ব্যবসায়ী সমিতির সাথে বৈঠক করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির জয়েন্ট বিডিও শুভম চক্রবর্তী, ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান, ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বজরংলাল হিরাউথ, সুমিত সাহা সহ প্রমুখরা। এদিনের এই বৈঠকে মূলত ময়নাগুড়িতে যাতে দিন দিন করোনা বেশি বৃদ্ধি না পায় সে বিষয়ে আলোচনা করা হয়। জানা গেছে, ময়নাগুড়ি পৌর এলাকায় এখনো পর্যন্ত করোনার গ্রাফ ২০ শতাংশ। এখনই এর চেন ব্রেক করতে না পারলে আগামীদিনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানানো হয়। এদিনের বৈঠকেই সিদ্ধান্ত হয় যে ময়নাগুড়ি পুরসভা এলাকায় সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার হাট বন্ধ থাকবে। এই বিষয়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, 'ময়নাগুড়ির আপামর সাধারণ মানুষের কথা মাথায় রেখে, করোনার গ্রাফ যাতে আর বৃদ্ধি না পায়, সে কারণে আমরা সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার হাট বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এতে সাধারণ মানুষের কিছু সমস্যা হবে, ব্যবসায়ীদেরও সমস্যা হবে। তবে আমরা মনে করি আগে জীবন তারপর বাকি কাজ।' এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান বলেন, 'দিন দিন ময়নাগুড়িতে করোনার গ্রাফ উর্ধমুখী হচ্ছে। তাই সাধারণ মানুষকে বলব আপনারা মাস্ক অবশ্যই পড়ুন, শারীরিক কোনো অসুস্থতা অনুভব করল অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।'

লেটেস্ট ভিডিও