#জলপাইগুড়ি: "অভিশপ্ত এই ট্রেন দুর্ঘটনার কথা জীবনেও ভুলব না", বললেন কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা নিবাসী সমীর হোসেন।বৃহস্পতিবার ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারী এলাকায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই ট্রেনে ছিলেন তিনি।
তাঁর বুদ্ধির জোরে বেঁচে ফিরেছেন মৃত্যুর হাত থেকে বলে জানান তিনি। চিকিৎসা করিয়ে পাটনা থেকে বিকানের-গুয়াহাটি এক্সপ্রসে কোচবিহার ফিরছিলেন। সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। একটি কামরার মধ্যে তিনি আটকে পড়েন।ট্রেনের লোহার যন্ত্রাংশ তার বুকে ও পায়ে আটকে যায়।উদ্ধারকারীরা তার কাছে এলেও তাকে উদ্ধার করতে পারেনি।লোকজনরা বলেছিল ধৈর্য্য ধরতে জ্ঞান না হারাতে। তিনি বারবার হাতে থাকা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রেখেছিলেন। এই অবস্থায় প্রায় সাড়ে তিন ঘন্টা তিনি ট্রেনের ভেতরে আটকে ছিলেন। এরপরে গ্যাস কাটার দিয়ে যন্ত্রাংশ কেটে তাকে বের করা হয়।এরপর তাকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়।মঙ্গলবার জলপাইগুড়ি হাসপাতাল থেকে ছুটি পান। এদিন তিনি ঘটনাস্থলে এসেছেন তার ব্যাগের খোঁজ করতে। দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো গা শিউরে উঠছে বলে তিনি জানান।